Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Capitation Grant

ঐতিহ্যগতভাবে বাংলাদেশের জনগণ অবহেলিত দুঃস্থ এতিম শিশুদের প্রতিপালনের দায়িত্ব গ্রহণে বদ্ধপরিকর। বাংলাদেশের সকল ধর্মীয় জনগনেরই এতিম শিশুদের লালনপালনের জন্য বেসরকারিভাবে এতিমখানা পরিচালনা করে আসছে। বেসরকারি এসকল এতিমখানা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমাজসেবা অধিদফতর হতে সহযোগিতা প্রদান করা হয়। বেসরকারিভাবে এতিমখানাসমূহ প্রথমতঃ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী নিবন্ধন প্রদান এবং পরবর্তীতে নিবন্ধন প্রাপ্ত বেসরকারি এতিমখানাসমূহের শিশুদের প্রতিপালন, চিকিৎসা এবং শিক্ষা প্রদানের জন্য আর্থিক সহায়তা করা হয় যা ক্যাপিটেশন গ্রান্ট নামে পরিচিত। বর্তমানে ৩ হাজার  ৯ শত ২৮ টি বেসরকারী এতিমখানার ৭২ হাজার এতিম শিশুকে ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করা হচ্ছে। দরিদ্র এতিম শিশুদের মানবসম্পদে পরিনত করাই ক্যাপিটেশন গ্রান্টের প্রধান উদ্দেশ্য।

বর্তমান সরকারের আমলে “বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট বরাদ্দ ও বণ্টন নীতিমালা ২০১৫” প্রণয়ন করা হয়। ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদানের ক্ষেত্রে সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। ইতোমধ্যে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদানে আর্থিক শৃঙ্খলা সুসংহত করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় এবং অধিদফতর পর্যায়ে নিবিড় তদারকি এবং মনিটরিং জোরদার করা হয়েছে। আশা করা যায়, এ ধারা অব্যাহত থাকলে দেশের এতিম শিশুদের প্রতিপালনে বেসরকারি পর্যায়ে উৎসাহব্যাঞ্জক সাড়া সৃষ্টি করা সম্ভব হবে। ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানার উন্মুক্ত স্থানে নাম ফলক লাগানো হয়েছে। প্রত্যেক প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রাথমিক, মাধ্যমিক ও সমমান শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিষ্ঠানের নিবাসিদের দ্বারা জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূল করা হয়েছে। বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট বরাদ্দ সরকারের সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচির একটি উল্লেখযোগ্য অংশ।

দেশের অসহায় এতিম শিশুদের কল্যাণে সরকারি উদ্যোগে বেসরকারি এতিমখানা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আনুমানিক ৬০ (ষাট) দশকের গোড়ার দিকে নিবাসি প্রতি মাথাপিছু মাসিক ৩৬০/- টাকা হারে অনুদান (ক্যাপিটেশন গ্র্যান্ট) প্রদান করে আসছে। সমাজসেবা অধিদফতর র্কতৃক নিবন্ধকৃত বেসরকারি এতিমখানার নীতিমালার ৭.১২ এর আলোকে নূন্যতম ১০ (দশ) জন এতিম অবস্থান করে এই রকম প্রতিষ্ঠানকে র্সবোচ্চ ৫০% এতিমের জন্য ক্যাপিটেশন গ্র্যান্ট দেওয়ার সুযোগ বিদ্যমান রয়েছে। ২০১৯-২০২০ র্অথবছর হতে নিবাসিদের মাথাপিছু মাসিক ২,০০০/- টাকা করে সরকারি অনুদান দেওয়া হয়, যার বিভাজন হলো- খাদ্য বাবদ ১৬০০/-, পোষাক বাবদ ২০০/- এবং চিকিসা ও অন্যান্য খরচ বাবদ ২০০/- টাকা।

 

সেবা

১. ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালনের জন্য বেসরকারি এতিমখানায় আর্থিক অনুদান প্রদান;

২. স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন পালন নিশ্চিতকরণ;

৩. আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান নিশ্চিতকরণ;

৪. শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন নিশ্চিতকরণ;

৫. শিশুর পরিপূর্ণ বিকাশে সহায়তা প্রদান;

৬. পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। 

 

সেবা গ্রহীতা

বেসরকারি এতিমখানার ৬-১৮ বছর বয়সী এতিম অর্থ্যাৎ পিতৃহীন বা পিতৃমাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ ।

 

সেবাদান কেন্দ্র

উপজেলা সমাজসেবা কার্যালয় ও শহর সমাজসেবা কার্যালয় এবং অত্র কার্যালয় হতে নিবন্ধিত দেশব্যাপি প্রায় ৩ হাজার ৫০০ বেসরকারি এতিমখানা। এর মধ্যে সিলেট জেলায় ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানা রয়েছে ২৪টি।


সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

বেসরকারি এতিমখানাটিকে সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত হতে হবে এবং এতিমখানাটিতে ন্যূনতম ১০ জন ৬-১৮ বছরের এতিম নিবাসী থাকতে হবে। ১০০% নিবাসী প্রাথমিক / মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত সাপেক্ষে শতকরা ৫০ ভাগ শিশু এ সেবার আওতায় আসবে। নির্ধারিত ফরমে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সচিব সমাজকল্যাণ মন্ত্রণালয় বরাবর ৩১ জুলাই এর মধ্যে সংশ্লিষ্ট উপজেলা /শহর সমাজসেবা কার্যালয়ে আবেদন দাখিল করতে হয় । ১০ আগষ্টের এর মধ্যে উপজেলা অফিস হতে জেলায় এবং ২৫ আগস্ট এর মধ্যে জেলা কার্যালয়  হতে অধিদফতরে বেসরকারি এতিমখানার তথ্য প্রেরণ নিশ্চিত করতে হয়। অতঃপর অধিদফতর হতে ১৫ সেপ্টেম্বর এর মধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ নিশ্চিত করতে হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভার মাধ্যমে সংশ্লিষ্ট আবেদনপত্র যাচাই-বাছাই পূর্বক মনোনিত বেসরকারি এতিমখানার বিপরীতে বরাদ্দপত্র অধিদফতর বরাবর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রেরণ করা হয়। অধিদফতর কর্তৃক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বরাদ্দপত্র প্রেরণ করা হয়। প্রাপ্ত বরাদ্দের বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অফিসারের নিকট বিল দাখিল করলে যাচাই বাছাইপূর্বক উক্ত বিল পাশ করে তা উপজেলা হিসাব রক্ষণ অফিসার কর্তৃত বিল পাশ করে উপজেলা সমাজসেবা অফিসারের দাপ্তরিক হিসেবে জমা হয়। পরবর্তীতে উপজেলা সমাজসেবা অফিসার সংশ্লিষ্ট এতিমখানার সভাপতি/ সম্পাদকের অনুকূলে ক্রস চেকের মাধ্যমে ক্যাপিটেশন গ্রান্ট হস্তান্তর করেন।

 

কার্যাবলি

১. এতিমখানা তৈরী ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী নিবন্ধন;

২. নির্ধারতি ফরমে উপজেলা সমাজসেবা/শহর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অবেদন;

৩. সিভিল সার্জন বা তার প্রতিনিধির মাধ্যমে আবেদকারী এতিম শিশুর বয়স ও স্বাস্থ্যগত অবস্থা যাচাই;

৪. ভর্তি কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন;

৫. বিনামূল্যে এতিম শিশু ভর্তি;

৬. কর্তৃপক্ষ কর্তৃক ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্তির জন্য আবেদন;

৭. সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তার কর্তৃক এতিমখানা জরিপ, প্রতিবেদন পরিদর্শন ও সুপারিশসহ জেলা সমাজসেবা কার্যালয়ে প্রেরণ;

৮. উপপরিচালক, জেলা সমাজসেবার সুপারিশসহ অধিদফতরে প্রেরণ;

৯. অধিদফতর হতে মন্ত্রণালয়ের ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দ কমিটিতে সুপারিশ প্রেরণ;

১০. ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দ কমিটির কর্তৃক বরাদ্দ প্রদান/ আবেদন খারিজ/ পূর্বতন বরাদ্দ পরিবর্তন/ পরিবর্ধন;

১১. এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসন।

 

নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্র

১. বেসরকারি এতিমখানার পরিচালনায় কোন ব্যত্যয় পরিলক্ষিত হলে কর্তৃপক্ষকে অবহিত করা;

২. যাকাত, ফিতরা, দানসহ ইত্যাদি আর্থিক সহায়তা করা;

৩. শিশুদের শিক্ষার গুণগতমান উন্নয়নে যে কোন সহযোগিতা;

৪. শিশুর পুনর্বাসনে আর্থিক ভাবে, চাকুরী প্রদান মাধ্যমে বা তথ্য সরবরাহের মাধ্যমে সহযোগিতা করা;

৫. শিশুদের প্রতি সহমর্মি আচরণ করা;

৬. শিশুর পরিপূর্ণ বিকাশে যে কোন ধরণের সহযোগিতা।


উপজেলাওয়ারী তথ্য

ক্রঃনং

ইউসিডি/উপজেলার নাম

এতিমখানার নাম ও ঠিকানা

নিবন্ধন নম্বর

স্কুলে ভতিৃকৃত শিশুর সংখ্যা

ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত শিশুর সংখ্যা

প্রাথমিক

মাধ্যমিক

সমমান

মোট

শহর সমাজসেবা কার্যালয়, সিলেট

জামেয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, কাজিরবাজার, সিলেট

সিল-৮১(১৭৪)/৮১

১৬০

৪০

১০

২১০

৯৫

-ঐ-

শাহজালাল জামেয়া ইসলামিয়া এতিমখানা, পাঠানটুলা, সিলেট

সিল-২৪১/৯১

৪৩

৫৩

২৫

-ঐ-

আলহাজ্ব আব্দুল আহাদ এতিমখানা, পশ্চিম পীরমহল্লা, রোড নং :১ (মাদ্রাসা রোড), বাসা নং : ২৪, সিলেট

সিল-৬০৩/৯৯

৩০

২০

৫০

২৫

-ঐ-

ভার্থখলা জুনিয়ার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ভার্থখলা, সিলেট

সিল-১০১/৮৭

১৫০

৩০

২০

২০০

৮০

-ঐ-

জামেয়া হোসেইনিয়া ও ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, ঝেরঝেরি পাড়া, ডাকঘর : সিলেট-৩১০০, সিলেট

সিল-৯২৫/২০০৪

১৭০

২৫

১০

২০৫

৮৫

-ঐ-

জামেয়া মাহমুদিয়া ইসলামিয়া এতিমখানা, সোবহানীঘাট, সিলেট

সিল-১২৭১/২০১৫

১৮০

৩০

৪৪

২৫৪

৮৫

উপজেলা সমাজসেবা কার্যালয়, সিলেট সদর, সিলেট

আল-আমিন জামেয়া ইসলামিয়া এতিমখানা
গ্রাম ও ডাকঘর :  ইসলামপুর, সিলেট

সিল-৯৪৪/২০০৪

৩০

১০

৪০

২৯

জামেয়া আবু হুরায়রা (রা:) এতিমখানা ইকরাবাদ, মহালদিক, সাহেবের বাজার, সদর,    ,সিলেট

সিল-৮৫৭/২০০৩

৬১

১৩

১২

৮৬

৩৬

উপজেলা সমাজসেবা কার্যালয়,  ফেঞ্চুগঞ্জ, সিলেট

তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা
মানিককোনা, ফেঞ্চুগঞ্জ, সিলেট

সিল-৯৯৬/২০০৬

৫৭

৫৭

২৪

১০

-ঐ-

আলফারুক হাফিজিয়া এতিমখানা, কটালপুর, ডাকঘর : হাজীগঞ্জ বাজার, ফেঞ্চুগঞ্জ, সিলেট

সিল-১১৮৯/২০১১

৭০

৩০

১০০

২৫

১১

উপজেলা সমাজসেবা কার্যালয়, জকিগঞ্জ, সিলেট

লতিফিয়া এতিমখানা, ফুলতলী, বাদেদেওরাইল, জকিগঞ্জ, সিলেট

সিল-১২৮/১৯৮৮

৪৬৩

৩৮৭

১৯৮

১০৪৮

২৫০

১২

-ঐ-

জামেয়া ইসলামিয়া দারুছুন্নাহ মোহাম্মদিয়া এতিমখানা ও মাদ্রাসা, গ্রাম : লামারগ্রাম সাহেববাড়ি, জকিগঞ্জ, সিলেট

সিল-৩২১/৯৩

৯০

৩০

৬০

১৮০

৮০

১৩

-ঐ-

শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম এতিমখানা, শাহবাগ, জকিগঞ্জ, সিলেট

সিল-১১১৭/২০১০

২৭০

১২০

৪০

৪৩০

১৮০

১৪

উপজেলা সমাজসেবা কার্যালয়, গোলাপগঞ্জ, সিলেট

হযরত মুহিবুল্লা (রহঃ) এতিমখানা গ্রাম: বাগলা, ডাকঘর : ছালিমকোনা, গোলাপগঞ্জ, সিলেট

সিল-১২৭৫/২০১৫

৩৫

৯০

১৩০

৫০

১৫

-ঐ-

ভাদেশ্বর এতিমখানা, গ্রাম : মাইজভাগ, ডাকঘর : সাউখ ভাদেশ্বর, উপজেলা : গোলাপগঞ্জ, সিলেট

সিল-১৩৩৯/২০১৯

১৩

১০২

১১৯

২০

১৬

-ঐ-

দক্ষিণভাগ পুরানপাড়া এইচটিএম এতিমখানা
গ্রাম : দক্ষিণভাগ পুরানপাড়া, ডাকঘর : কৈলাশ, উপজেলা : গোলাপগঞ্জ, সিলেট

সিল-১৩৪৭/২০২০

৩০

৩০

৬০

১০

১৭

উপজেলা সমাজসেবা কার্যালয়, কানাইঘাট, সিলেট

 জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া এতিমখানা গ্রাম ও ডাকঘর : তালবাড়ি, কানাইঘাট, সিলেট

সিল-৮৯৯/২০০৪

২৮

২৬

৫৪

২৬

১৮

শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা গ্রাম : রামধনের মাটি, ডাকঘর : সড়কের বাজার, কানাইঘাট, সিলেট

সিল-৮১১/২০০৩

১৫

১৯

১২

৪৬

২৩

১৯

উপজেলা সমাজসেবা কার্যালয়, ওসমানীনগর, সিলেট

হযরত শাহজালাল (রঃ) এতিমখানা গ্রাম : দুলিয়ারবন্দ, ডাকঘর : তাজপুর, ওসমানীনগর, সিলেট

সিল-৯৩৭/২০০৪

৩০

১০

৪০

২০

২০


হাউস অব আয়সা উইডো এন্ড অরফেন কমপ্লেক্স, ওসমানীনগর, সিলেট

সিল-১২৩০/২০১৩

২৫

১১

৩৬

১৮

২১

-ঐ-

আব্দুল বারী শহিদুননেছা অরফানেজ গ্রাম : বাজিতপুর, ডাকঘর : লতিবপুর, ওসমানীনগর, সিলেট

সিল-১২৭৪/২০১৫

২৩

৩০

১৫

২২

উপজেলা সমাজসেবা কার্যালয়, কোম্পানীগঞ্জ, সিলেট

ঢালারপার এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা গ্রাম : ঢালারপার, কোম্পানীগঞ্জ, সিলেট

সিল-৬৫৯/২০০০

২৮

১৫

৫২

১৪

২৩

উপজেলা সমাজসেবা কার্যালয়, বিশ্বনাথ, সিলেট

দারুল হিকমা এতিমখানা
গ্রাম : আজিজনগর, ডাকঘর : রামপাশা, বিশ্বনাথ, সিলেট
বিশ্বনাথ জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া এতিমখানা, বিশ্বনাথ, সিলেট সিল-১৩১২/২০১৭

সিল-১২৮০/২০১৫

২৩

৩১

১৫

২৪

-ঐ-

বিশ্বনাথ জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া এতিমখানা, বিশ্বনাথ, সিলেট

সিল-১৩১২/২০১৭

৩১

৩৪

১৫

৮০

৩৪

সর্বমোট

২০০৩

১১১৫

৪৭৩

৩০৮২

১২৬৪